Saturday, 4 February, 2023 খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
বাঘায় প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার বাঘায় ‘প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার’ অায়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ অালম হোসেন’র পৃষ্ঠপোষকতায় এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুর রহমান’র সভাপতিত্বে ও জুমন অাহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র অামিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথি ছিলেন মানব কল্যাণ সংস্থা সিলেটের চেয়ারম্যান আহমেদুর রহমান খাঁন হিনো, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অার্জমন্দ অালী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ অালম হোসেন, নিজাম উদ্দিন মাষ্টার, নজরুল ইসলাম, জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ মাছুম, অাজির উদ্দিন মাষ্টার, সুলেমান অালী, ছালিক অাহমদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি নুমান অাহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :