বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার মাথিউরা জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে স্কুল হলরুমে এ সমাবেশে ৪ শতাধিক মা অভিভাবক উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান।
বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় শিক্ষার মানোন্নয়নে ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।