Wednesday, 1 February, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
শেরপুরে বন্যায় ১৬ জনের মৃত্যু

শেরপুর: বন্যার পানিতে ডুবে শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে শেরপুরের বন্যায় গত নয়দিনে ১৩ শিশুসহ ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

সোমবার মৃত শিশুরা হলো- ওই ইউনিয়নের চকসাহাব্দি পূর্বপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে নয়ন মিয়া (১০) এবং বলাইয়ের চর গ্রামের আলরতাফ মিয়ার দেড় বছর বয়সী মেয়ে আছিয়া।

এছাড়া সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝাউয়ের চর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে সুমন মিয়া (১২) নামে আরেক শিশুর মৃত্যু হয়। মৃত সুমন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এ নিয়ে চলমান বন্যা ও পাহাড়ি ঢলে শেরপুরে নয়দিনে ১৩ শিশুসহ ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

 

সর্বশেষ সংবাদ

Developed by :