বিয়ানীবাজার: বিয়ানীবাজারে ইয়াবা বিক্রিকালে ২শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ক্রেতা-বিক্রেতাকেে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লাসাইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার ওসি অবনী শংক করের নেতৃত্বে এসআই কামরুল আলম, এএসআই আব্দুল হালিম শিকদার একটি ফোর্স নিয়ে মোল্লাপুরের লাসাইতলা এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে গেলেও তিন মাদক ক্রেতা-বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী ও পলাতকদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।