কমলগঞ্জ প্রতিনিধি: সিলেট-ঢাকা রেলপথের আন্তঃনগর জয়েন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে ৷
আজ (১৯ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়েন্তিকা এক্সপ্রেসের (ঞ) বগি কুলাউড়া রেলওয়ে স্টেশনে আসার পথে লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমেদ।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমেদ বলেন, সিলেট থেকে আন্তঃনগর জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১০ টা ১৫ মিনিটে ছাড়ে। কুলাউড়া রেলওয়ে স্টেশনে আসার পথে জয়েন্তিকা এক্সপ্রেসের (ঞ) বগি লাইনচ্যুত হয়।
বর্তমানে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে৷ কিছুক্ষণের ভেতরে উদ্ধার কাজ শুরু হবে।