সিলেট: সিলেটের কোটি মানুষের মুখপত্র দৈনিক সিলেটের ডাক এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৬তম বর্ষে পদার্পণের বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন করলো ডাক পরিবার। সেই সাথে সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি পাঠকের কাছে আরো গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গতকাল রাতে বৃহস্পতিবার সিলেটের ডাক-এর বোর্ড রুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার আগ্রাসনে জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট মিডিয়াগুলোর ত্রাহি অবস্থায়ও সিলেটের ডাক তাঁর পাঠক ধরে রাখতে সক্ষম হয়েছে। পত্রিকার সার্কুলেশনে ভাটা না পড়ার কারণ হচ্ছে, সিলেটের ডাক সংবাদ প্রকাশের গুণগত মান ও উপস্থাপনে আরো যতœশীল হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে পাঠকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নিজের শীর্ষস্থান অটুট রেখেছে। সামনের দিনে সিলেটের ডাক পরিবারকে আরো পরিশ্রমী হতে হবে। সর্বোত্তম শ্রম দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে।
পত্রিকাটিকে এ পর্যায়ে আনতে যিনি এককভাবে পৃষ্টপোষকতা দিয়ে আসছেন সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনসহ সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীকে ধন্যবাদ জানান তারা। পাশাপাশি তারা যার নেতৃত্ব ও কর্মনিষ্ঠায় সিলেটের ডাক স্বর্ণযুগে পা রাখে, সাবেক সম্পাদক মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।
সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক লেখক ও গবেষক আবদুল হামিদ মানিকের সভাপতিত্বে ও চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, আহমাদ সেলিম, আনাস হাবীব কলিন্স, কাউসার চৌধুরী, প্রধান আলোকচিত্রী আব্দুল বাতিন ফয়সল, স্টাফ রিপোর্টার সুনীল সিংহ, সাঈদ নোমান, এনামুল হক রেনু, ইউনুছ চৌধুরী, আহমদ ইয়াসিন খান, স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, স্টাফ রিপোর্টার ফায়জুর রহমান, ছাদেক আহমদ আজাদ, কম্পিউটার ইনচার্জ সিতাব আহমদ, সার্কুলেশন ম্যানেজার মো. হোসেন আহমদ, স্বপন মাহমুদ, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুল হক আনহার, সিনিয়র সম্পাদনা সহকারি নির্মল চন্দ্র দত্ত, সম্পাদনা সহকারি প্রদীপ চন্দ্র দাস, পেইজ ডিজাইনার মো.ফয়সল আহমদ
ইউনুছ চৌধুরী, আহমদ ইয়াসিন খান, স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, স্টাফ রিপোর্টার ফায়জুর রহমান, ছাদেক আহমদ আজাদ, কম্পিউটার ইনচার্জ সিতাব আহমদ, সার্কুলেশন ম্যানেজার মো. হোসেন আহমদ, স্বপন মাহমুদ, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুল হক আনহার, সিনিয়র সম্পাদনা সহকারি নির্মল চন্দ্র দত্ত, সম্পাদনা সহকারি প্রদীপ চন্দ্র দাস, পেইজ ডিজাইনার মো.ফয়সল আহমদ, মো. ইকবাল হোসেন, কম্পিউটার অপারেটর সমরেন্দ্র ব্যানার্জি, পান্না লাল রায়, শিপন আহমদ, গ্রাফিক্স ডিজাইনার এফ আই ফয়েজ,
আলী হোসাইন, সহকারি সার্কুলেশন ম্যানেজার খলিলুর রহমান, মো. শহিদুল হক, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক মো, সিরাজুল হক, রাজিব ঘোষ, স্টাফ ফটো সাংবাদিক এ এইচ আরিফ প্রমুখ।