Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে বর্ণিল আয়োজনে যায়য়ায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিয়ানীবাজার: ‘ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন’ স্লোগান নিয়ে সিলেটের বিয়ানীবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেস্তুরায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের এ অনুষ্ঠানের আয়োজন করে।

দৈনিক যায়যায়দিন পত্রিকার বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকশানা বেগম লিমা, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার নিউজ২৪’র প্রধান সম্পাদক আবদুল ওয়াদুদ, সম্পাদক আহমেদ ফয়সাল, প্রেসক্লাব সহসভাপতি সজিব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল, সাপ্তাহিক দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, সিপিবি’র বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সুরমান আলী, আলমগীর হোসেন রুনু, বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, সংস্কৃতিকর্মী ইমাম হাসনাত সাজু, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, এরাইভ্যালস স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সহসভাপতি আফজাল আহমদ, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আশরাফুল আলম রিমন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, কালের কণ্ঠ প্রতিনিধি শিপার আহমদ পলাশ, বাংলাটিভি’র প্রতিনিধি আবু তাহের রাজু, দৈনিক একাত্তরের কথা প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু, দিবালোক স্টাফ রিপোর্টার রুহেল আহমদ, বিয়ানীবাজার নিউজ২৪’র স্টাফ রিপোর্টার আহমদ রেজা চৌধুরী, আজিম উদ্দিন আরিফ, এবি টিভির ক্যামেরাপাসর্ন আখতার হোসেন ও সংবাদকর্মী জয়নুল ইসলাম ও মিসবাহ উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পত্রিকার বস্তুনিষ্ট সংবাদ ও সৎ সাহসিকতার ভূয়ষী প্রশংসা করে অতিথিবৃন্দ পত্রিকার সমৃদ্ধি কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :