Sunday, 5 February, 2023 খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে সাহেদ আহমদের শোক

বিয়ানীবাজার: সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে জাপা কেন্দ্রীয় নেতা সাহেদ আহমদের শোক জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাপার সদস্য সচিব ও বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী সাহেদ আহমদ।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, জীবদ্দশায় হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। তিনি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার সরকারি ছুটি এবং মসজিদের বিদ্যুৎবিল মওকুফ করেছিলেন। এছাড়া গ্রাম বাঁচলে দেশ বাঁচবে স্লোগান নিয়ে দেশের তৃণমূল পর্যায়ের আর্তসামাজিক উন্নয়ন করেছিলেন। যা এখনো দেশবাসী স্মরণ রেখেছে।

জাপা নেতা সাহেদ আহমদ প্রয়াত সাবেক রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :