Saturday, 4 February, 2023 খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
সুরমা নদীতে ঝাঁপ দেয়া কিশোর সামাদের লাশ পাওয়া গেছে

সিলেট: সাম্প্রতিক সময়ের ভাইরাল হওয়ায় জনপ্রিয় গান ‘তরে ভুলে যাওয়ার লাগি আমি ভালবাসিনি/ সব ভেঙ্গে এভাবে ভাবতে পারিনি’ গানের টিকটক স্লো মোশেনের ভিডিও করতে গিয়ে নদীতে পড়ে সিলেটে এক যুবক নিখোঁজ হয় আব্দুস সামাদ।

নিখোঁজের ৪৮ ঘন্টা পর তার লাশ ভেসে উঠেছে। আজ সোমবার দুপুরে লামাকাজি থেকে তার লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। পরে এসএমপির জালালাবাদ থানা পুলিশও সেখানে গিয়ে লাশ নিয়ে আসে।

নিজক আব্দুস সামাদ (১৮) কোতোয়ালি থানার বাগবাড়ি নড়িয়া এলাকার মৃত শামসুল হকের পুত্র।

উল্লেখ্য :: শুক্রবার শহরতলীর তৈমুখি সংলগ্ন সুরমা নদীর উপর নির্মিত ৩ নং সুরমা ব্রীজ থেকে টিকটকের ভিডিও করতে গিয়ে ঐ যুবক সুরমা নদীতে পড়ে নিখোঁজ হন। বিকেল সাড়ে ৫টার দিকে দুই বন্ধু মিলে টিকটকের ভিডিও তুলতে গেলে পানিতে পড়ে এই নিখোঁজের ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ অন্য যুবকে উদ্ধার করতে স্থানীয়রা মিলে ইঞ্জিনচালিত নৌকা খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি ।

নিখোঁজ হওয়ার পর থেকে টিকটকের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওটি প্রচার করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :