Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
কাউন্সিলর আজাদের সৌজন্যে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জার্সি প্রদান

সিলেট: চট্টগ্রামের অনুষ্ঠিতব্য ‘মেয়র চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ অংশগ্রহণকারী সিলেট জেলা ও বিভাগীয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের জার্সি প্রদান করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।

কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যাপক লাহিন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আতাউল্লাহ সাকের, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সম্পাদক ও আম্পায়ার জহর চৌধুরী বাবু, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন দলের ম্যানেজার মিনহাজ উদ্দিন, চৌকস ব্যাডমিন্টন কমিটির পরিচালক মঞ্জুর আল মামুন, ক্রীড়া সংগঠক মো. দবির আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নূরুল হক শিপু, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, এসএনপি স্পোর্টস ২৪ডটকমের নির্বাহী সম্পাদক কাইয়ূম আল রনি,  ক্রীড়া সংগঠক জাকির আহমদ, পলাশ মিয়া, সাবেক ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনামুল হক এনাম, পুরুষ দ্বৈতে বর্তমান চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, বাংলাদেশের ব্যাডমিন্টনে এখন নেতৃত্ব দিচ্ছে সিলেট। সিলেটে অনেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রয়েছেন।

আগামী জাতীয় চ্যাম্পিয়নশিপে সিলেটের খেলোয়াড়রা অতীতের মতো এবারও সাফল্য ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

Developed by :