গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে সৈয়দ হাছনু মিয়া নাম(৬০) এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ওই বৃদ্ধ ব্যক্তি গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলা সংলগ্ন বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি বলে তার স্বজনরা জানিয়েছেন।
বাসা থেকে বের হয়ে যওয়ার সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। আনুমানিক ৫ফুট উচ্চতা সম্পন্ন ওই বৃদ্ধ লোকের গায়ের রং ফর্সা।
বৃদ্ধের স্বজনরা ফিরে পাবার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে হারিয়ে যাওয়ার ব্যাপারে প্রচার করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মকবিল আলী।