Wednesday, 7 December, 2022 খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক মুক্তিযোদ্ধা

কুলাউড়া:  মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী বাস খাদে পড়ে নিহত হয়েছেন এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

 সোমবার (২৪ জুন) বেলা ১টার দিকে কুলাউড়ার কাজুরকাপন নামক স্থানে গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধার নাম সোলেমান আলী। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার তেলিবিল গ্রামের প্রয়াত ইদ্রিছ আলীর ছেলে।

 জানা যায়, মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী বাসটিতে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস রাস্তা থেকে খাদে পড়ে যায়।

উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ফায়ার সার্ভিস বাহিনী।

 কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

সর্বশেষ সংবাদ

Developed by :