কসবায় মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ইন্তেকাল, পৌণে ৬টায় জানাজা || শোক প্রকাশ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ৩:১৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াই ন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার কসবা চালিকোনা গ্রামের বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে কসবা চালিকোনা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের পরিচিত বন্ধুমহল ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।
এদিকে একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় এমপি নাহিদ বলেন, মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দেশের অগ্রগতিতে হাজী নিজাম উদ্দিনের অসামান্য অবদান রয়েছে। এজন্য বাঙালি জাতি তাঁকে চিরদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
তাছাড়া শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মজির উদ্দিন আনসার, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসের মুন্না, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ।