বড়লেখায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শিক্ষা উপকরণ হস্তান্তর

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ণবড়লেখা: বড়লেখায় আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শিক্ষা উপকরণ হস্তান্তর সম্পন্ন হয়েছে। (২০ জুন) বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা, কুমারশাইল ও পাল্লাথল পানপুঞ্জির সুবিধাভোগী ৭৫ শিক্ষার্থীদের মধ্যে থেকে অবশিষ্ট ৪১ শিক্ষার্থীদের মধ্যে এই উপকরণ হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার (১৫ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাসিয়া সম্প্রদায়ের ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম আল ইমরান।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপকরণ হস্তান্তর করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মখলিছুর রহমান বটুল, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, বেরেঙ্গা পানপুঞ্জির হেডম্যান অলমি পতাম, কুমারশাইল পানপুঞ্জির হেডম্যান জেনি রামবাই,স্থানীয় মুরব্বি বাবুল হোসেন, সাংবাদিক সুলতান মাহমুদ খান প্রমুখ।