মাওলানা ফখরুদ্দীন সাদিকের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ৯:৪৩ অপরাহ্ণবিয়ানীবাজার: চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অালেমেদ্বীন শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন সাদিক (রহ.) বাহাদুরপুরী। বৃহস্পতিবার বাদ আছর লাউতা ইউনিয়নের বাহাদুরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযাপূর্ব বরেণ্য এ মাওলানার কর্মময় জীবনী সম্পর্কে অালোচনা করেন অাযাদদ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, ধনুকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক খান রুস্তুমপুরি, মেওয়া মাদরারসার মুহতামিম প্রিন্সিপাল মাওলানা অাব্দুল মতিন, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা অাতিকুর রাহমান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম পল্লব, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির অাহমদ।
অালোচনায় বক্তারা বলেন, মাওলানা ফখরুদ্দীন (রহ.) ছিলেন একাধারে একজন মেধাবী ছাত্র, শিক্ষক, শায়খুল হাদীস। পূর্ব সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ ৩৪ বছর যাবত হাদীসে রাসুল (সা:) এর খেদমত করে অাসছেন। পাশাপাশি তিনি ছিলেন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সহ সভাপতি ও লাউতা ইউনিয়ন শাখার সভাপতি।
এ সময় বক্তারা মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সয়ম উপস্থিত ছিলেন লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দীনসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের হাজার হাজার ভক্ত-ছাত্রবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তাঁর হৃদযন্ত্রে নানা সমস্যা ছিল।
আরও পড়ুন
বিয়ানীবাজারে জমিয়ত নেতা মাওলানা ফখরুদ্দীন সাদিকের ইন্তেকাল, বিকেলে জানাজা