Thursday, 2 December, 2021 খ্রীষ্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ |
ভোট গণনা কেন্দ্রে হার্ট অ্যাটাকে কংগ্রেস নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মধ্য প্রদেশের সেহোর জেলার কংগ্রেস নেতা রতন সিং। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের একটি ভোট কেন্দ্রে ভোট গণনার সময় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়।

জানা যায়, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন রতন সিং। এ সময় তাকে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে এক পর্যায়ে তিনি মৃত্যর কোলে ঢোলে পড়েন।

তিনি কেন্দ্রটিতে ভোট গণনা তদারকি ও তথ্য সংগ্রহ করছিলেন। রতন সিংহের মৃত্যুর সংবাদটি এমন এক সময়ে এলো যখন লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তার দল কংগ্রেস। যদিও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে সরকার গঠন করতে পেরেছিলো কংগ্রেস। তবে লোকসভা নির্বাচনে এখন পযন্ত ভোটের পরিস্থিতি বলছে, ক্ষমতাসীন বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

 
 

Developed by :