Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (আজ) দুপুরে পরিষদের কনফারেন্স হলে  অনুষ্ঠিত মাসিক সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সভাপতিত্বে সভায় সকল সদস্য খোলা আলোচনা করেন। এতে তাঁরা পরিষদকে শক্তিশালী ও গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসন এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভায় প্যানেল চেয়ারম্যান-১ নিয়েও আলোচনা হয়। এতে সমঝোতার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করতে দু’ভাইস চেয়ারম্যানকে দু’দিন সময় দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসু না হলে আগামী বৃহস্পতিবার পরিষদের সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করার সিদ্ধান্ত হয়েছে।

তাছাড়া সভায় পরিষদের ১৭টি কমিটির খসড়া উত্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে আগামী সভায় তা অনুমোদন করা হবে।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল    বিয়ানীবাজারবার্তা২৪.কম’কে এ তথ্য জানিয়েছেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা  কাজী আরিফুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ মার্চ অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে ৮৯টি কেন্দ্রে ৩২,৮৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আতাউর রহমান খান পান ১৪,৭৪১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে খছরু-জামালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হন জামাল। উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮,০৫৮ ভোট পেয়ে বিজয়ী হন তালা প্রতীকের জামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের খছরুল হক খছরু পান ২৭,১৬০ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন হাঁস প্রতীকের হাসিনা আক্তার, তিনি পান ১৮,৭৬৫ ভোট।
পরবর্তিতে গত ১৭ এপ্রিল বিকাল ৩টায় সিলেটের দক্ষিন সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা শপথ গ্রহণ করেন। এসময় তাদেরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
 

সর্বশেষ সংবাদ

Developed by :