বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলায় প্রতিবারের মতো এবারও এসএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ (এ+পেয়েছে) খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন। এ শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থী এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.২৩ ভাগ।
খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১১জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে। এ+ ১০, এ ৫১, এ- ৩৯ এবং বি গ্রেডে ১১জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক বলেন, শতভাগ ফলাফল হলে খুব খুশি হতাম। আমাদের লক্ষ্য ছিল বরাবরের মতো সেরা সাফল্য নিয়ে আসা। এবারো উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এ+ এসেছে। কিন্তু একজন শিক্ষার্থী প্রবাস গমন ও অপর জন অনাকাঙ্খিতভাবে ফেল করায় শতভাগ ফলাফল অর্জিত হয়নি।
তিনি বলেন, এ+ আরো বেশি প্রত্যাশা ছিল কিন্তু সেটা পুরণ হয়নি। আগামীতে আরও ভাল ফলাফল নিয়ে আসতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।