Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




নাটেশ্বর গ্রামে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতে পরিকল্পনা চাই — ড. তৌফিক ইলাহী চৌধুরী

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।  প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, গ্রামকে শহর বানানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সে সুযোগকে কাজে লাগাতে চাই।

তিনি বলেন, নাটেশ্বর গ্রামে কিভাবে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করে শহর বানানো যায় এর রূপরেখা প্রণয়ন করে আমাকে দিন। আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো।

মঙ্গলবার (আজ) দুপুরে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবর্নিমিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সকারি অধ্যাপক আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া প্রমুখ।

 

Developed by :