শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির উদ্যোগে দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
মো: এনাম হোসেন চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রুম্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, মো. আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ ) সার্কেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, প্রধান আলোচক হিসেবে ছিলেন, প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সারগাম শিল্পি গোষ্ঠীর অধ্যক্ষ ও শিল্পকলা একাডেমির সদস্য বুলবুল আনাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম। এছাড়া ও উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রিতম পাল, রুপম আচার্য্য, সাজু মারচিয়াং প্রমুখ।
এসময় ২০১৮ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু লেখা পড়া ভাল হলেই চলবে এর পাশাপাশি শারিরিক শিক্ষারও প্রয়োজন।