ঢাকা: শপথ নিতে বিএনপি থেকে নির্বাচিত চারজন সংসদে গিয়েছেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
সোমবার বিকাল ৬টার দিকে জাতীয় সংসদ ভবনে যান তারা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে (এমপি) তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।