Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম : বখাটে জুয়েল গ্রেফতার


কুলাউড়াঃ কুলাউড়া শহরের আলহেরা কেজি স্কুলের ৮ম শ্রেনীর এক ছাত্রী বাড়ীর ফেরার পথে পথিমধ্যে জুয়েল নামে এক বখাটে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে। আশংকাজনক অবস্থায় আহত স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা যায় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর নিবাসী কাতার প্রবাসী শরফ উদ্দিনের মেয়ে ও কুলাউড়া শহরের আলহেরা কেজি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী মায়মুনা জান্নাত সামিরা (১২) গতকাল শনিবার স্কুল ছুটির পর স্কুলের গাড়ীযোগে বেলা আড়াইটার দিকে ঘাটেরবাজার যায়।

পরে সেখান থেকে পায়ে হেটে মীরশংকর নিজ বাড়ীতে যাওয়ার পথে পথিমধ্যে একই এলাকার বকুল মিয়ার বখাটে ছেলে জুয়েল আহমদ (২০) পেছন থেকে বটি দা দিয়ে ছাত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপ দিয়ে গুরুতর আহত করে। ছাত্রীর আর্তচিৎকারে উপস্থিত জনতা বখাটে জুয়েলকে দা-সহ আটক করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে দা-সহ গ্রেফতার করেছে।

এদিকে গুরুতর আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।

উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।

 

Developed by :