Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট: সিলেটে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (আজ) দুপুরে রাজা ম্যানশন হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন  সমিতির সভাপতি মাসুদ হোসেন খান।

সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল বাশার, মনির উদ্দিন আহমদ চৌধুরী, ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আলিম, তৈয়বুর রহমান নান্নু, লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, বকুল আহমদ, কয়েছ আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ উদ্দিন আহমদ চৌধুরী, আবুল কাশেম আহমদ, সমিতির সহ-সভাপতি লিটন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সদস্য আল-আমিন, সুমন আহমদ, সেলিম উদ্দিন, ব্যবসায়ী গুলজার আহমদ, আব্দুল আলী, পনির উদ্দিন, ডা: ব্রজেন্দ্র চন্দ্র নাথ, জিল্লুর রহমান, সালেহ আহমদ, কমল আনছারী, তমাল পাল, আব্দুল আজিজ, সালমান আহমদ প্রমুখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভায় সভাপতি মাসুদ হোসেন খান সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে ব্যবসার পরিবেশ আরও সুন্দর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

Developed by :