Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সৎভাবে দায়িত্ব পালনে সুখ ও আনন্দ রয়েছে : এমপি নাহিদ

মো. জয়নুল ইসলাম: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সততার মাধ্যমে দায়িত্ব পালনে আমি সুখ ও আনন্দ খুজে পাই। শেষ সময় পর্যন্ত তা ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, রাস্তাঘাটের উন্নয়নে স্থানীয় মানুষের তদারকি খুবই প্রয়োজন। এতে করে কাজ ভালো হয় এবং স্থায়িত্ব বেশিদিন হবে।

শনিবার (আজ) সকালে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামে প্রায় ৫৩ লক্ষ টাকা ব্যয় রাঙ্গাউটি রাস্তার আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইউএনও কাজী আরিফুর রহমান, আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়াসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজারবার্তা২৪.কম সরাসরি সম্প্রচার করে।

 

Developed by :