Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উন্নয়ন ও অগ্রগতির সূচকে দেশ এগিয়ে যাচ্ছে — নুরুল ইসলাম নাহিদ

 

বিয়ানীবাজারবার্তা২৪.কম:  স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি উন্নয়ন কর্মসূচির পাশাপাশি সাধারণ জনগণের অভাব অভিযোগের কথা শুনছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।

এদিকে আজ সাবেক মন্ত্রী নাহিদ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজার-গদার বাজার-সুরমার ডাইক রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

পরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাহিদ বলেন, উন্নয়ন ও অগ্রগতির সার্বিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ দুর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, আমাদেরকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ির দেশ বলতে পারে না। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে জাতিকে উন্নত বাংলাদেশ উপহার দিবেন প্রধানমন্ত্রী। এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

সাবেক শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন ইউএনও কাজী আরিফুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া প্রমুখ।

 

Developed by :