Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ কারাগারে

বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিলেট জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, গত ২০১৮ সালের ১২ আগস্ট বিয়ানীবাজার থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় একই বছরের ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বিয়ানীবাজার পৌর এলাকার কসবা কোনাপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর পুলিশ তাকে ৩ দিনের রিমান্ডে আনে পুলিশ। রিমান্ড শেষে পুনরায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে ২৩ দিন জেল কাটার পর ২৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান ফয়েজ।

 

Developed by :