Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার জরিমানা

বিয়ানীবাজার: বিয়ানীবাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের গোলাঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় সুরমা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত গোলাঘাট নতুন মসজিদ সংলগ্ন এলাকার শওকত আলী নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

Developed by :