বিয়ানীবাজার: বিয়ানীবাজারের তিলপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার তিলপাড়া গ্রামের জুবের আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির বসতঘর ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে, তবে কোন হতাহত ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বসতবাড়ির একটি বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে পাশের খড়ের গাদায় প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। পরে খড়ের গাদা থেকে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।
এ সময়য় বাড়ির লোকজন নিরাপদে সরে গিয়ে বিয়ানীবাজার ফায়ার স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী মিলে প্রায় ঘন্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।