Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় গোলাপগঞ্জের জয়নাল নিহত

সিলেট: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে কেপটাউন শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

জানা যায়, ১০ বছরের এক কন্যা সন্তানের জনক জয়নাল আবেদীন। রমজান মাসে বাড়িতে আসার কথা ছিল। তিনি দক্ষিণ আফ্রিকায় ২০ বছর যাবত বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করে জয়নাল আবেদীনের মামা শাহ আলম জানান, বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে জয়নাল আবেদীন মুদির দোকান থেকে বের হওয়ার সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার কেপটাউন এলাকায় হামলা চালায়। এ সময় জয়নাল আবেদীনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

তাৎক্ষণিক আফ্রিকার একটি সরকারি হাসপাতালে নেয়ার পর জয়নাল মারা যান। -সুরমা নিউজ

 

Developed by :