Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




৬ দিনের সফরে নির্বাচনী এলাকায় নুরুল ইসলাম নাহিদ এমপি

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ৬ দিনের সফরে সিলেট এসে পৌছেছেন।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে ইউ.এস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট আসেন।

এ সময় এয়ারপোর্টে থাকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, শুক্বুর আহমদ, সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দিন, সেলিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা স্বেচ্ছা-সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান।

এদিকে সিলেট সফরকালে নুরুল ইসলাম নাহিদ এমপি তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন উন্নয়ন কর্মসুচীতে অংশগ্রহণ করবেন।

 

Developed by :