Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সিলেটে হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত ৯ জন আটক

সিলেট: সিলেট নগরীতে অসামাজিক কাজে লিপ্ত থাকা ৯ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এদের মধ্যে ৬জন নারী এবং ৩জন পুরুষ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা ওসি মোহাম্মদ সেলিম মিঞার নেতৃত্বে একদল পুলিশ হোটেল সোনালী (আবাসিক) এ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হচ্ছে- কুমিল্লা জেলার মুরাদনগর থানার পান্নারপুল গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে বিউটি (২৬), যশোর জেলার শার্শা থানার ফুলমারা গ্রামের কুটি মুন্সীর মেয়ে রিপা (২৩), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার বিটঘর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে সীমা (২৭), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চরগোয়ালী গ্রামের আফজালের মেয়ে বেবী (২৬), ময়মনসিংহ জেলার ফুলবাড়ী থানার মোক্তার শেখের মেয়ে নিশি (২৩), কুমিল্লা জেলার মুরাদনগর থানার মরিচাকান্দি গ্রামের নুরু মিয়া মেয়ে শিল্পী (২৫), সিলেট নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার মৃত বিরাম রঞ্জন চক্রবর্তীর ছেছে সুজন চক্রবর্তী (৪৮), শিবগঞ্জ সেনপাড়া এলাকার রতন দেবের ছেলে শুভ দেব (২৭) ও শাহপরাণ (রহ) থানাধীন খাদিমপাড়ার হানিফের ছেলে হৃদয় (২০)।

আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Developed by :