Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




তিলপাড়ায় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে সংবর্ধনা

বিয়ানীবাজার: বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (উলুউরী, সানেশ্বর, নোওয়াপাড়া ও গোরকটেকা) এলাকার সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিলপাড়া ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনথ চন্দ শীল’র সভাপতিত্বে এবং তিলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দিপক দাশ’র পরিচালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাব’র সহ সভাপতি সজীব ভট্রার্চায, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন পদকর, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালাহ উদ্দীন ছায়াদ, সহ সভাপতি বেলাল আহমদ, সহ সাধারন সম্পাদক মানিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম ফাহাদ, সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এপলু আহমদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন দাস, নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিন্টু দাস, ৬নং আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন, জামিল আহমদ, উপজেলা যুবলীগ নেতা, মইন উদ্দীন, আসলাম উদ্দিন, সাখাওয়াত হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজ রাহাত আহমদ, মিন্তোষ দাস প্রমুখ।

 

Developed by :