Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




শফিকুল হক আমকুনির মৃত্যু : রোববার জানাজা : পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট: প্রবীন আলেম জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসার মুহতামীম মাওলানা শফিকুল হক আমকুনী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজিউন)।

শনিবার (আজ) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

আগামীকাল রোববার (২১ এপ্রিল) বিকাল ৩টায় মরহুমের নামাজে জানাজা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে আল্লামা শফিকুল হক আমকুনি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল্লামা শফিকুল হক ছিলেন সিলেটেসহ বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। তাঁর মৃত্যুতে সিলেটসহ এতদ অঞ্চলের ধর্মপ্রান মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মহান আল্লাহ তায়লার কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আল্লামা শফিকুল হক এর শোক সন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Developed by :