Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




গোলাপগঞ্জে সোনারতরী মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে সোনারতরী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল শুক্রবার  সোনারতরী সমাজকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে প্রকাশিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুর রহমান শিবলু, সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌঃ সাব্বির, সাংগঠনিক সম্পাদক সিহাব আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মতিন, সহ অর্থ সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক সাফি আহমদ, পারভেজ প্রমুখ।

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ক্যাটাগরিতে ৫ম শ্রেণিতে মোট ৪২ জন এবং ৮ম শ্রেণিতে ২০ জনকে মেধাবৃত্তির জন্য মনোনিত করা হয়। 

নিম্নে রোল নম্বর দেওয়া হলঃ

৫ম শ্রেণিঃ

এ ক্যাটাগরি:  ১২৯৬, ১০৭৯, ১০৩৯, ১৩৩৯ , ১০৭২, ১৩৩৮, ১১৬৪, ১০০১, ১০৫৯, ১০০৫,

বি ক্যাটাগরি: ১০৩৬, ১০৭০, ১০৭৩, ১২১২, ১১৪৩, ১৩৪১, ১০৬১, ১০৬৬, ১১৯২, ১০৬৭, ১১৯৮,১৩১৬, ১০৩৩, ১০৫০, ১১০৪, ১১২০, ১০৩৮, ১০৮০.

সি ক্যাটেগরি: ১১৯১, ১৩০৩, ১০৭১, ১০৭৪, ১১৬৬, ১০০৪, ১০৫১, ১১০৭, ১১০৯, ১১১৯, ১১৬৩, ১১০৩, ১২৬১, ১০৮১,

৮ম শ্রেণিঃ

এ ক্যাটাগরি: ১২৯২, ২০১৫, ২১২০, ২০০৯, ২০১৬, ২০০৭

বি ক্যাটাগরি: ২০১৩, ২০২২, ১২৯১, ২১২১, ২০২৪, ২০৭৩, ২০০১

সি ক্যাটাগরি: ২১২৪, ২০৮১, ২০৭২, ২০৪৪, ২০৯৩, ২০৩৮, ২০৯১।

 

Developed by :