Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




মাথিউরায় নিজাম উদ্দিন লোদীর পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিয়ানীবাজার: গ্রামজুড়ে পাচ হাজার বৃক্ষ রোপনের টার্গেট নিয়ে মাথিউরা ঈদগাহ জামে মসজিদ মাঠে নিজাম উদ্দিন লোদীর সৌজন্যে আজ বাদ জুমা এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আব্দুল আলিম লোদীর সভাপতিত্বে এবং কামরুল হাছান লোদী রাজু ও শরিফ লোদীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মহল্লার সন্তান শিল্পপতি নিজাম উদ্দিন লোদী, বিশেষ অতিথি বিশিষ্ট মুরব্বি হাজী তমজিদ আলী লোদী (কুটু দরবারি), হাজী সামছুল হক লোদী, ছহুল আহমদ লোদী, একুশে টেলিভিশন মৌলভীবাজার প্রতিনিধি শ্রী বিকুল চক্রবর্তী।

বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জাহিদ উদ্দিন লোদী, হারুন রশীদ লোদী।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন লোদী বলেন, আগামীতে পর্যায়ক্রমে গ্রামের প্রতিটি বাড়িতে গাছ প্রদান অব্যাহত থাকবে।

 

Developed by :