Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




২৫ এপ্রিল থেকে সিলেট জেলা ইজতেমা

সিলেট: দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে সিলেট জেলার ইজতেমা। এতে বিদেশি ছাড়াও কাকারাইলের নিজামুদ্দীনের মুরব্বীগণ বয়ান পেশ করবেন।

ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ইজতেমা ইন্তেজামের পক্ষে সিলেট জেলা আমীর (আহলেশুরা) সুয়েজ আফজল খান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :