Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বাংলাদেশিকে পুড়িয়ে মারলো দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকান এক সন্ত্রাসী নামে বাংলাদেশি এক যুবকের শরীরে আগুন লাগিয়ে তাকে হত্যা করেছে। দক্ষিণ আফ্রিকায় খুন হওয়া ওই যুবকের নাম অনিক (২২)।

নিহত অনিক নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের কুড়াইতলীর অহেদ আলীর ছেলে। অনিক চার ভাইবোনের মধ্যে সবার ছোট।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সাউথ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

অহেদ আলী ও স্বজনরা জানায়, অনিক চার মাস আগে কাজ করতে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে সে জোহানসবার্গ ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করত। শুক্রবার শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সে দেশের সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়।

এদিকে সাউথ আফ্রিকায় তার আপন বড় ভাই ইউসুফ তার পাশের একটি এলাকায় কাজ করত। অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তার ভাই ও অন্যরা মিলে খুঁজে না পেয়ে সে দেশের পুলিশকে জানায়। পরে মঙ্গলবার পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

 

Developed by :