ঢাকা: এবার আগুনে পুড়ল রাজধানীর মালিবাগের কাঁচাবাজার। এতে প্রায় ১শ দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, তদন্ত করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।