Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদিরের জানাজা সম্পন্ন

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদিরের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) দুপুর ২টায় ফুলবাড়ী বড় মোকাম ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের সানি ইমাম ও কাউন্সিলরের খালাতো ভাই হাফিজ আব্দুল হাকিম।

জানাজায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, বর্তমান পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন আহমদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আহমদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল আলম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জবান আলী, এডভোকেট আব্দুর রকিব, যুবলীগ নেতা রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদসহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ডায়রিয়া ও স্টোক রোগে আক্রান্ত হয়ে পড়লে সাবেক ওই কাউন্সিলর আব্দুল কাদিরকে সিলেট নগরীর রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল মঙ্গলবার (১৬ই এপ্রিল) রাত ১০টা ১৫মিনিটের সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ফুলবাড়ী পূর্বপাড়া বাড়িউল গ্রামের মরহুম আব্দুর রকিব উরফে রকিব মেম্বারের ছেলে।

 

Developed by :