Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ফেনীতে মাদ্রাসাছাত্রকে ‘বলৎকার’, শিক্ষক রিমান্ডে

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি কওমি মাদ্রাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম এমরান এ আদেশ দেন।

গ্রেপ্তার শহিদুর রহমান (৫৩) ‘কোরেশমুন্সী দারুল কোরআন ওয়াস ছুন্নাহ্ প্রাইভেট মাদ্রাসা’র শিক্ষক।

সোমবার রাতে রাজাপুর ইউনিয়নের কোরেশমুন্সি এলাকার এই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামে।

শ্লীলতাহানির প্রতিবাদ করায় গায়ে আগুন দিয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধে্যে এ জেলায় আরেকটি মাদ্রাসায় এ ঘটনা ঘটল।

দাগনভুঞা থানার ওসি সালেহ্ আহম্মদ পাঠান জানান, রোববার রাতে কোরেশমুন্সি বাজার সংলগ্ন যাদবপুর গ্রামের ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুর রহমান মাদ্রাসার ২য় শ্রেণির এক আবাসিক ছাত্রকে (৮) বলৎকার করেন।

ওসি বলেন, সোমবার বিকালে শিশুটি তার বাড়িতে ঘটনাটি জানালে তার পরিবার দাগনভুঞা থানায় অভিযোগ করে। ওই রাতেই মাদ্রাসা থেকে শহিদুর রহমানকে ধরে কোরশমন্সি পুলিশ ফাঁড়ির পুলিশ।

“রাতেই নির্যাতনের শিকার ওই শিশুটির বাবা বাদী হয়ে দাগনভুঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।”

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে ওই ছাত্রের শারীরিক পরীক্ষা শেষে বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারকি হাকিম এস এম এমরানের আদালতে নারী ও শিশু দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

 

Developed by :