Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ভোট ছাড়াই প্রথম নগরপিতা পাচ্ছে ময়মনসিংহ সিটি

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু (বাঁয়ে) ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ: নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটাররা মেয়র পদে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। ভোট ছাড়াই প্রথম নগরপিতা পাচ্ছে তারা।মেয়র পদে দুই প্রতিদ্বন্দ্বীর একজন জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ আজ মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিলে প্রার্থী হিসেবে টিকে থাকবেন শুধু আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু। তখন বিনা ভোটে মেয়র নির্বাচিত হবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক টিটু।
আগামী ৫ মে নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৩০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচজন মনোনয়ন দাখিল করেন। কিন্তু ১০ এপ্রিল যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। টিকে থাকেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু ও বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। আজ মহানগর জাতীয় পার্টির কর্মী সভায় জাহাঙ্গীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
 

Developed by :