Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
২১ এপ্রিলই পবিত্র শবে বরাত

ঢাকা: আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

চাঁদ দেখা নিয়ে বিতর্ক ওঠায় মঙ্গলবার সচিবালয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক শেষে তিনি বলেন: জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেরাত পালিত হবে।

এর আগে গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে।

কিন্তু এরপর ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং তা প্রশাসনকে জানানো হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এ পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বিশেষ সভায় বসে। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে মজলিসু রুইয়াতিল হিলালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মাওলানা আব্দুল মালেককে আহ্বায়ক করে উপকমিটি গঠন করা হয়।

এই কমিটি আপত্তিকারীদের সঙ্গে কথা বলে ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এমতাবস্থায় বিষয়টি নিয়ে হাইকোর্টে আসেন মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসানসহ ১০ জন।

 

Developed by :