আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের জনপ্রিয় নটর-ডেম ক্যাথেড্রালে আগুন লেগেছে। খবর বিবিসির। দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো পরিষ্কার না।
ধারণা করা হচ্ছে, সংস্কার কাজ করার সময় কোনোভাবে ভবনটিতে আগুন ধরে যায়। বাংলাদেশ সময় সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, প্যারিসের স্থানীয় সময় বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানানো হয়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চে পক্ষ থেকে ৮৫০ বছরের পুরনো ক্যাথেড্রাল সংরক্ষণে বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়।
প্যারিসের মেয়র অ্যানে হিডালগো টুইট বার্তায় লিখেছেন, এটা “ভয়াবহ আগুন”। তিনি জনসাধারণকে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, এই দৃশ্য দেখার পরে আমার দেশবাসীর মতো আমি আজ শোকাহত।
ফ্রান্সের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি দুর্ঘটনা হিসেবে দেখছেন তারা। তবে প্যারিসের প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
নটর-ডেম ক্যাথেড্রাল পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতি বছর হাজারো মানুষ এই দর্শনীয় স্থানটি দেখতে যান। সম্প্রতি সেখানে সংস্কার কাজ শুরু হয়েছিল।