Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




নগরীর কলাপাড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, আটক ৩

সিলেট: সিলেট নগরীর কলাপাড়া আবাসিক এলাকায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিন অভিযুক্তকে আটক  করেছে  পুলিশ।

জানা যায়, নগরীর কলাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জলিল মিয়া ও দুদু দীর্ঘদিন ধরেই একই এলাকার এক ব্যাক্তির কাছে চাঁদা দাবি করে আসছিলো।

চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় তাদের হুমকি ধামকি দিয়ে আসছিলো তারা। এর জের ধরে রোববার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে দলবল নিয়ে তার বাসায় হানা দেয়। এসময় স্বামীকে মারধর করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে তারা।

এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আটক তিনজন হলো কলাপাড়া এলাকার নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন জলিল ও দুদু মিয়া।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, ভিকটিমের মামলার ভিত্তিতে তিনজনকেই আটক করা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

Developed by :