ফেনী: মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনীতে মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানো হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ফানুস ওড়ানো হয়। এবারের ফানুস উৎসব নুসরাত জাহান রাফিকে উৎসর্গ করেন আয়োজকরা।