বিয়ানীবাজার: বিয়ানীবাজার সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সকাল ১০টায় কলেজ প্রাঙ্গন থেকে পৌরশহরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে মঙ্গল শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও সহযোগি অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক, বাংলার ভাটিয়ালি, ভাওয়ালি, রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি পরিবেশনা।
বাংলা নববর্ষকে উপলক্ষ করে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। রবিবার সকাল থেকে দেশিয় বিভিন্ন সামগ্রীর স্টলের উদ্বোধন করা হয়। এ বৈশাখী মেলার স্টলগুলোতে ছিল পিঠা ও অন্যান্য খাবারেরও আয়োজন।