বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে কলিম এন্ড রাতুল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফেনগ্রাম ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়ে টি টি ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (আজ) বিকেলে স্থানীয় ইনাম টুকা পীরেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ফেনগ্রাম ৬ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ৬৬ রান করে।
৬৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টি টি ব্রাদার্স ৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৮ রান করে।
তিলপাড়া ইউপি সদস্য মো. ফারুক উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মো. জামাল হোসেন।
বক্তব্য রাখছেন ছাদেক আহমদ আজাদ
কামারকান্দি আদর্শ তরুণ সংঘের চলতি সভাপতি আলী হোসেন নয়নের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গুরুদেব, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফ্রান্স প্রবাসী কলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ, খোকন আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কামিল হোসেন, নাহিদুর রহমান, গোবিন্দ দাশ অমিত প্রমুখ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানার্সআপ পুরস্কার এলইডি টিভি দু’দলের খেলোয়াড় ও টিম ম্যানেজারের হাতে তুলে দেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।