Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




প্রস্তুত করা হচ্ছে নুসরাতের কবর

বিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদ আসর সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে নুসরাত জাহান রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে রাফিকে সমাহিত করা হবে। রাফির চাচাতো ভাই মোহাম্মদ উল্লাহ ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে কবর খোঁড়া ও জানাজার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার রাতে পৃথিবী থেকে বিদায় নেন সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদ আসর সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে নিহত রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে রাফিকে সমাহিত করা হবে। নিহত রাফির চাচাতো ভাই মোহাম্মদ উল্লাহ ফরহাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢামেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হানা আওয়াল। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, মৃত্যুর কারণ রক্ত ও ফুসফুসের মারাত্মক সংক্রমণ থেকে কার্ডিও রেসপিরেটরি ফেইলিয়র (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়। এতেই মৃত্যু হয় তার।

 

Developed by :