Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




লন্ডন স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে চার সাবেক ছাত্রনেতা অন্তর্ভুক্ত

লন্ডন: যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লন্ডন মহানগর শাখার কমিটিতে বিয়ানীবাজারের চার কৃতি সাবেক ছাত্রনেতা অন্তর্ভুক্ত হয়েছেন।

তারা হলেন সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মাহমুদ ও আবু সুফিয়ান।

গত ০২ ফেব্রুয়ারি জাকারিয়া মাহমুদ এবং ২৫ ফেব্রুয়ারি অপর ৩জনকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত পত্রে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করেন।

গতকাল মঙ্গলবার তা আনুষ্ঠানিভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এদিকে স্বেচ্ছাসেবক লীগে তাদের এ পদপ্রাপ্তিতে যুক্তরাজ্য কমিউনিটি ও বিয়ানীবাজারে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা একত্রে আবার কখনো পৃথকভাবে তাদেরকে অভিনন্দন জানাতে দেখা গেছে।

অপরদিকে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে অন্তর্ভুক্ত নেতারা যুক্তরাজ্য  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ কমিটির দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

বিশেষ করে তাদের এ সাফল্যের জন্য যুক্তরাজ্য কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

 

Developed by :