Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




দশম স্প্যান বসল পদ্মা সেতুতে, দৃশ্যমান দেড় কিলোমিটার

মাওয়া প্রান্তে পদ্মাসেতুর দশম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা ৩৮মিনিটে মাঝ পদ্মায় ১৩ ও ১৪তম পিয়ারে এই স্প্যান বসানো সম্পূর্ন হয়। এতে সেতুটির দেড় কিলোমিটার (১৫০০মিটার) অংশ দৃশ্যমান হলো। এটিই মাওয়া প্রান্তে প্রথম স্থায়ী স্প্যান।

এর আগে সকাল সাড়ে ৮তায় টায় স্প্যান বাহী ক্রেন তিয়ান ইয়াহু মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ছেড়ে যায়।  ৩৫মিনিট পরে সেতুর ১৩ ও ১৪পিয়ারের সামনে পৌছে। দুপুর ১২তা ক্রেন থেকে ধীরে ধীরে ১৩ ও ১৪নং পিয়ারে বসানো শুরু করে। দুপুর সাড়ে ১২টায় স্প্যানটি বসানো  সম্পূর্ন করা হয়।

এদিকে মাওয়া প্রান্তে অস্থায়ী স্প্যানটি বসানো আছে (স্প্যান ১-এফ) ৪ ও ৫ নম্বর পিলারে। এটি আসলে বসানো হবে ৬ ও ৭ নম্বর পিলারে। তবে এখানে হবে দুটি। কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে দৃশ্যমান হয়েছিল পদ্মাসেতুর এক হাজার ৩৫০ মিটারে।  বসেছিলো নয়টি স্প্যান। এগুলোর মধ্যে জাজিরা প্রান্তে ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিয়ারে আটটি ও মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে। তাই  জাজিরা প্রান্তে পদ্মাসেতুর এক হাজার ২০০ মিটার ও মাওয়া প্রান্তে বাকি ১৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

 

Developed by :